রবিবার ২৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো

Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস। হাফ ছেড়ে বেঁচেছেন অস্কার ব্রুজো। স্প্যানিশ কোচের চোখে মুখেই যা স্পষ্ট। টানা হারের পর যেদিন ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল, অস্কারকে দেখে সেদিনটা মনে পড়ে যেতে বাধ্য। হারের হ্যাটট্রিকের পর শূন্য থেকে শুরু করেন। জিকসন সিং, নাওরেম মহেশের পজিশন বদলে ফাটকা খেলেছিলেন। হারলেই কপালে গালিগালাজ জুটত। কিন্তু শুক্রবারের রাতটা ছিল ব্রুজোর। সবকিছু ঠিকঠাক হয়। এমন দিন আজকাল খুব কমই আসে লাল হলুদে।‌ তাই জয়ে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট। অস্কার বলেন, 'গত কয়েক সপ্তাহে আমাদের ভুগতে হয়েছে। মোহনবাগান, গোয়া, মুম্বইয়ের মতো আইএসএলের সেরা ক্লাবগুলোর সঙ্গে আমরা ভাল লড়াই করেছি। কিন্তু এখানে খালি পকেট নিয়ে নেমেছিলাম। ধারাবাহিকতার ফল মিলল। আমরা মাঝমাঠ কন্ট্রোল করেছি। প্রথম ১০ মিনিট একটু নড়বড়ে ছিলাম। শেষ ১৫ মিনিট আমাদের ওপর ওরা চাপ সৃষ্টি করে। তবে ছেলেরা সুন্দর ফুটবল খেলেছে। এবার মুম্বই ম্যাচ নিয়ে ভাবতে হবে।'

প্রত্যেক ম্যাচে উন্নতি করছেন বিষ্ণু। তাঁকে জাতীয় দলে খেলানো নিয়ে ইতিমধ্যেই মানোলো মার্কুয়েজের সঙ্গে কথা বলেন ইস্টবেঙ্গল কোচ। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'গত সপ্তাহে বিষ্ণুকে নিয়ে আমার জাতীয় দলের কোচের সঙ্গে কথা হয়েছে। ও দেশের হয়ে খেলার দাবিদার। বাকিটা কোচের ওপর। ও ফর্মে আছে। শুধু আমাদের ক্লাবের জন্য নয়, গোটা আইএসএলে। আমাদের ওকে সমর্থন করতে হবে। ওর ভারতীয় ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে।' এদিন প্রচুর ওয়ার্কলোড নেন ক্লেইটন‌ সিলভা। আপফ্রন্টের সঙ্গে মাঝমাঠের সংযোগ বজায় রাখেন ব্রাজিলীয়। ক্লেইটনের প্রশংসা করেন অস্কার। একইসঙ্গে মহেশ এবং জিকসনের খেলায় খুশি। এদিন মাঝমাঠে শৌভিকের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নাওরেম। চিরাচরিত পজিশন বদলে রাইটব্যকে খেলান জিকসনকে। দু'জনেই নতুন পজিশনে নজর কাড়েন।‌ রিচার্ড সেলিসের খেলায়ও খুশি। তবে ইস্টবেঙ্গল কোচ জানান, এখনও সম্পূর্ণ তৈরি হয় ভেনেজুয়েলান। অস্কার বলেন, 'রিচার্ডের এটা ৭০-৮০ শতাংশ পারফরম্যান্স। ফেব্রুয়ারিতে ওর থেকে একশো শতাংশ পাব। আমি ওকে তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু ও মাঠে থাকতে চায়। এটাই ওর দায়বদ্ধতার পরিচয়। ইস্টবেঙ্গল ক্লাবের ওজন বুঝে গিয়েছে।' পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও সল ক্রেসপো, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরার খেলার সম্ভাবনা কম। ফেব্রুয়ারির আগে তাঁদের পাওয়ার আশা দেখছেন না ব্রুজো।‌


#Oscar Bruzon#East Bengal#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

নানান খবর

কেরল জয়ের পরে প্লে অফে খেলার ব্যাপারে আশাবাদী ক্লেটন, কী বলছেন তিনি? ...

টানা চার ম্যাচ অপরাজিত মহমেডান, আজ সামনে মুম্বই ...

রিয়ালের জার্সিতে এমবাপের প্রথম হ্যাটট্রিক, উড়ে গেল ভায়াদোলিদ ...

ক্রিকেট কেরিয়ার দীর্ঘ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া দরকার, বলে দিলেন অশ্বিন ...

রঞ্জির আগে কড়া প্রস্তুতিতে বিরাট, মুম্বইয়ে এই ভারতীয় কোচের সঙ্গে দেখা গেল কোহলিকে...

গোটা ইনিংসে কোনও পেসার বলই হাতে নিলেন না, কী এমন ঘটল? দক্ষিণ আফ্রিকার লিগে ঘটে গেল নজিরবিহীন ঘটনা...

ক্যাম্পে থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা, ফুটবলের উন্নতির লক্ষ্যে নয়া উদ্যোগ ভবানীপুর এফসির...

ত্রাতা হলেন তিলক ভার্মা, রুদ্ধশ্বাস ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারত...

পদ্মভূষণ শ্রীজেশ, পদ্মশ্রী অশ্বিন-বিজয়ন

জাতীয় গেমসে পদক পেলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য সরকারের...

জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...

যুবভারতীতে জ্বলল মশাল, হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ে ফিরল ইস্টবেঙ্গল...

লাইভ স্ট্রিমে আরসিবির সমর্থকের মুখ বন্ধ করলেন কুলদীপ, কী বললেন? ...

কোহলিরা না পারলেও, পারলেন স্মৃতিরা! আইসিসি বর্ষসেরা দলে জায়গা হল ভারতের মেয়েদের...

'মাঠের বাইরের ইস্যু প্রভাব ফেলছে,' বিরাটের ছন্দপতনের রহস্য খুঁজলেন প্রাক্তন অজি তারকা...

দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য, ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...

সুপার সিক্সের আশা ছাড়ছেন না, হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার...

বিশ্বজয়ের ওয়াংখেড়ে যখন গিনেস বুকের পাতায়, কারণ জানলে অবাক হতে পারেন...

দুর্দান্ত লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজ, সামনে সাবালেঙ্কা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25